অনলাইন ডেস্ক :স্বভা বতই যার প্রভাব পড়ছে দুদেশের মানুষের মানসপটে। হামলা হয়েছে আগরতলায় বাংলাদেশের উপ-হাই কমিশনে। প্রতিবাদে মিছিল হচ্ছে বাংলাদেশেও।
মেটা বা ফেসবুক স্বীকৃত বাংলাদেশের একমাত্র ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচের বিশ্লেষণ বলছে, সম্প্রতিকালে বাংলাদেশ নিয়ে যে খবরগুলো আসছে তার বেশির ভাগই মিথ্যাতথ্য। এই মিথ্যা প্রচারণায় বিশ্বের শীর্ষ দেশও এখন ভারত। যা ওঠে এসেছে জার্মানির এক গবেষণা প্রতিবেদনে।
ফ্যাক্ট ওয়াচের প্রতিষ্ঠাতা সম্পাদক সুমন রহমান বলেছেন, বাংলাদেশের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ জনমত গড়তে নানা উপায় নিচ্ছে ভারতীয় গণমাধ্যম, বিশেষ করে বাংলা ভাষার মিডিয়াগুলো। ভারতের মিডিয়ার এই অবস্থানকে কীভাবে দেখেন? এমন প্রশ্নের জবাবে ইসকন বাংলাদেশের কার্য নির্বাহী কমিটির সদস্য হৃষীকেশ গৌরাঙ্গ দাস বলেন, এমন প্রচারণা সম্প্রীতি নষ্ট হচ্ছে।
অনেকটা যুদ্ধ ঘোষণা করার মতো করে ভারতীয় গণমাধ্যমের প্রচারণার বিষয়ে কূটনীতির যে রাজনীতি তা কি সামাল দিতে পারছে অন্তর্বর্তী সরকার? এমন প্রশ্নের জবাবে সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বলেন, পরসী দেশের এমন অবস্থানকে বাংলাদেশের হালকা করে দেখার সুযোগ নেই। যদিও ভারতের এই প্রোপাগান্ডা দৃঢ় হচ্ছে বাংলাদেশের ভেতরকার বন্ধন। এক ছাতায় নিয়ে এসেছে সব পথের সব মতের মানুষকে।