মুহাইমিনুর রহমান:- গত ৩ ডিসেম্বর দি হান্ডার প্রজেক্ট বাংলাদেশ, মৌলভীবাজার এর মাল্টি পার্টি এডভোক্যাসি কমিটির ত্রৈমাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের বর্তমান পরিস্থিতিতে শান্তি, সম্প্রীতি, শৃংখলা বজায় রাখা ও গুজব প্রতিহত করনীয় বিষয়ের আলোকে, ৪ঠা ডিসেম্বর বুধবার, দি হান্ডার প্রজেক্ট বাংলাদেশ,পিস ফ্যাসিলেটেটর গ্রুপ (পিএফজি) মৌলভীবাজারের আয়োজনে ঐতিহ্যবাহী সুনামধন্য বিদ্যাপীঠ কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজে মৌলভীবাজারে শান্তি ও সম্প্রীতি নিশ্চিতে তরুণদের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পিএফজি এর কো-অর্ডিনেটর খালেদ চৌধুরীরর সভাপতিত্ত্বে এবং পিএফজির সদস্য তাপস কুমার ঘোষ ও রিংকু চক্রবর্ত্তী এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থি ছিলেন কাশীনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ কামাল হোসেন।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পিএফজির সিলেট এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা, ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী, মৌলভীবাজার পিএফজির এম্বাস্যাডর, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক
শেখ মাহমুদুর রহমান।
মৌলভীবাজার পিএফজির সদস্য রুহেল আহমদ চৌধুরী, মো: মোস্তাক আহমদ মম, মো: মুহিবুর রহমান, প্রভাষক আব্দস সাত্তার, সিনিওর শিক্ষিকা রুকসানা বেগম, শিক্ষক লক্ষী কান্ত দেব ও অত্র স্কুল এন্ড কলেজ ত্রর শিক্ষার্থীরা।
সামাজিক সম্প্রীতি , সম্প্রদায়িক সম্প্রীতি ও ধর্মীয় সম্প্রীতির সমাজ ব্যবস্থায় নিজেকে তৈরি করা, গুজব কান না দিয়ে তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া। গুজব ছড়িয়ে সমাজ বা দেশে বিশৃংখলা সৃষ্টি না করা। বক্তারা বর্তমান সময়ে শান্তি এবং সম্প্রীতি নিশ্চিতে তরুনদের অবদানের কথা তুলে ধরেন।
বক্তারা আরো বলেন ১৯৫২ সালের ভাষা আন্দোলন ৬৯ এর গণঅভ্যুত্থান ৭১ এর মহান মুক্তিযুদ্ধ সব কিছুতেই তরুনদের গুরুত্বপূর্ন অবদান ছিল। এমনকি বর্তমান সময়ে অর্থাৎ ২০২৪ সালের যে গণ আন্দোলন তাও সংগঠিত হয়েছে তরুনদের দ্বারা। তরুনরা নতুনভাবে স্বপ্ন দেখতে জানে, নতুনভাবে স্বপ্ন সাজাতে জানে, নতুনকে গ্রহণ করতে জানে। সুতরাং আজ দেশের এই ক্রান্তিকালে তরুনদের উচিত শান্তি এবং সম্প্রীতির পরিবেশ নিশ্চিত করে একটি অসাম্প্রদায়ীক বাংলদেশ বির্নিমানে এগিয়ে আসা।