মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরে জামায়াতে ইসলামীর কর্মী আমিনুল ইসলাম সজল হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে বেনাপোলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে বিক্ষোভ মিছিলটি বন্দর নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে বেনাপোল দুর্গাপুর রোডে এক সংক্ষিপ্ত সমাবেশ করেন।
সমাবেশে জামায়াতে ইসলামীর নেতারা বলেন, জামায়াত নেতা কর্মীরা কোন অন্যায়ের সাথে আপোষ করবে না। কারন জামায়াতের নেতা কর্মীরা অন্যায় কোন কিছু করে না এবং প্রশ্রয়ও দেন না। এদেশে সুশাসন কায়েম করতে গেলে জামায়াতের বিকল্প কোন দল নেই। কারন এ পর্যন্ত যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছে তারা কেউ দুর্নীতির বাইরে নেই। সকল দল দেশের সম্পদ লুন্ঠন, বিদেশে অর্থ পাচার, খুন খারাবিসহ নানা অপকর্মে জড়িত থেকেছে। তাই দেশে শান্তি আনতে গেলে জামায়াতকে ক্ষমতায় আনার আহবান জানান। অনতিবিলম্বে দোষিদের খুজে বের করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেন তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বেনাপোল পোর্ট থানা জামায়াতে ইসলামীর আমির রেজাউল ইসলাম, সেক্রেটারী মাওলানা ইউসুফ আলী, ওলামা বিষয়ক মাওলানা আরিফ বিল্লাহ, ও জামায়াত নেতা ইয়াকুব হোসেন প্রমুখ। #