পল্লী প্রতিনিধিঃ
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফায় আগামী ২১মে অনুষ্ঠিত হতে যাচ্ছে মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মৌলভীবাজার সদর উপজেলা থেকে মোট ৮ জন মনোনয়ন দাখিল করেছেন।
এদিকে মৌলভীবাজার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম তাজের বিরুদ্ধে মামলার তথ্য গোপন করার অভিযোগে প্রার্থীতা বাতিল হলেও, পরবর্তীতে প্রার্থীতা বহাল রাখে। প্রার্থীতা বহাল রাখার বিরুদ্ধে রিটার্নিং অফিসার বরাবরের আপিল দায়ের করলে ২৮ এপ্রিল রোববার দিনব্যাপী আপিলের শুনানি হয়।
সোমবার (২৯ এপ্রিল) সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং অফিসার আব্দুস সালাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, তাজুল ইসলাম এর বিরুদ্ধে পাঁচ বছরের সাজা রয়েছে বলে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। এর আগে রোববার (২৮ এপ্রিল) দিনব্যাপী রিটার্নিং অফিসারের কার্যালয়ে আপিল শুনানি হয়।
চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম এর সাথে যোগাযোগ করা হলে, তিনি জানান এবিষয় নিয়ে তিনি উচ্চতর আদালতে আপিল করবেন বলে জানান। রায় তারই পক্ষে আসবে এবং জনগণ তার সংঙ্গে ও জনসমর্থন রয়েছে জামান।