মৌলভীবাজার জেলা ও সদর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে আজ ১৪ ই জুলাই ২০২৪ ইং জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) দরগাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন কারা হয়।
মিলাদ ও দোয়া শেষে মাজার প্রাঙ্গণে মুসল্লিদেরকে ও শহরের ব্যস্ততম এলাকা কুসুমবাগ পয়েন্টে পথচারীদের মধ্যে সিন্নি (তবররুক) বিতরণ করা হয়।
এ আয়োজনে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ মাহমুদুর রহমান। সদর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক ও জেলা কমিটির সহ সভাপতি আলতাফুর রহমান, জেলা যুব সংহতির সভাপতি ও জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বেলায়েত আলী খাঁন জুয়েল,মৌলভীবাজার পৌর কমিটির যুগ্ম আহবায়ক মজনু খাঁন, সদস্য রুকন আহমদ, মজনু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার আওতাধীন অন্যান্য উপজেলায় জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদ সাহেবের ৫ম মৃত্যু বার্ষিকী যতাযত মর্যাদায় পালন করা হয়।