মনির হোসেন:- শুক্রবার বেনাপোল বন্দর পরিদর্শনে আসেন অন্তর্বর্তী সরকারের নৌ-পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল(অবঃ) ড. এম সাখাওয়াত হোসেন। সেখানে তিনি জুলাই-আগষ্ট/২০২৪ গনঅভ্যুত্থানে নিহত শহীদ বীর আব্দুল্লাহ’র কবর জিয়ারত করেন এবং তার পিতা-মাতা ও পরিবারবর্গের খোঁজ-খবর নেন।
এরপর তিনি দেশের বৃহৎতম স্থলবন্দর বেনাপোলে পণ্যজট কমাতে ও বন্দরের সক্ষমতা বাড়াতে গত ১৪ নভেম্বর/২০২৪ ইং তারিখ নিজের উদ্বোধন করা নির্মিত ‘কার্গো ভেহিকেল টার্মিনাল’ পূণপরিদর্শন করেন।
এর আগে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন- “ভারতের প্রপাগণ্ডাতে আমাদের ক্ষতি নেই, আমরা ঐতিহাসিক ভাবে এক আছি। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কোন অংশে কম নয়, সবই আছে। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য বেশি সংখ্যক লোক ভারতে যায়, এ খাত থেকে অর্থনৈতিক ভাবে ভারত বিশাল লাভবান হয়। বাংলাদেশীদের ভিসা না দিলে যাবেনা”।
তিনি আরও বলেন “আমাদের মধ্যে মেজরিটি মাইনরিটি কোন বিভাজন নেই। এখানে সকল ধর্মের মানুষ বসবাস করছে, কোন উষ্কানিতে কান না দেয়ার অনুরোধ জানিয়ে তিনি বলেন আমরা ঐতিহাসিক ভাবে এক আছি”।
সন্মানিত উপদেষ্টার পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন-যশোর জেলা প্রশাসক মো.আজাহারুল ইসলাম,যশোর পুলিশ সুপার মো.জিয়াউদ্দিন আহম্মেদ,৪৯ ব্যাটেলিয়ন(বিজিবি)’র যশোর অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি,বেনাপোল স্থলবন্দর পরিচালক(ট্রাফিক) মামুন কবির তরফদার,শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান,সহকারী কমিশনার(ভূমি) নুসরাত ইয়াসমিন,পুলিশের এ এস পি(নাভারণ সার্কেল,শার্শা,যশোন) নিশাত আল নাহিয়ান,শার্শা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো.আমির আব্বাস,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া,বেনাপোল চেকপোষ্ট ইমিগ্রেশন(ওসি) ইনতিয়াজ আহম্মেদ।ডিজিএফআই,এনএসআই সহ ডিবি পুলিশের কর্মকর্তাবৃন্দ।
এ ছাড়াও,বিএনপি এবং জামায়াত নেতৃবৃন্দ ও তাদের সহযোগী সংগঠনগুলোর নেতা-নেতৃবৃন্দ,বেনাপোল চেকপোষ্ট বাজার কমাটি’র সভাপতি-মো.আজিজুল হক,সাধারণ সম্পাদক-জসিম উদ্দিন,সিনিয়র। #