নিজেস্ব প্রতিনিধিঃ- ১২ এপ্রিল শুক্রবার সন্ধ্যা সাত ঘটিকায়, মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি মহোদয়ের শ্রীমঙ্গল মিশন রোডস্থ বাসভবনে “শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল” প্রতিষ্ঠা ও বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মাননীয় কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি মহোদয় এর সভাপতিত্বে হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল, এর সভা অনুষ্ঠিত হয়। “শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল” প্রতিষ্ঠার লক্ষ্যে শ্রীমঙ্গল শহরে বা আশপাশে জমি অনুসন্ধান করে অধিগ্রহণ করার জন্য ৫ সদস্য বিশিষ্ট একটি উপকমিটি গঠন করা হয়।
আগামী ১৫ দিনের মধ্যে অস্থায়ী কার্যালয়ে মেরামত কাজসহ আসবাবপত্র ক্রয় করা, বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ স্থাপন করা এবং আগামী একমাসের মধ্যে হার্টের রোগীদের চিকিৎসার জন্য হার্ট ক্যাম্প এর ব্যবস্থা করা।
সভায় উপস্থিত ছিলেন কমিটির নির্বাহী সভাপতি বকসি ইকবাল আহমদ, সাধারণ সম্পাদক ডাঃ হরিপদ দেব, সহ সভাপতি অধেন্দু বিকাশ দেব, সহ সভাপতি ড. আবু তাহের, সহ সাধারণ সম্পাদক জহর লাল, নির্বাহী সদস্য ডাঃ দিনেশ সুত্র ধর, ব্যবসায়ী কদর আলী, ভানু লাল ( উপজেলা চেয়ারম্যান), বিকুল চক্রবর্তী সহ অন্যান্য সদস্যরা।